বরিশাল বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন শুরু ২০ সেপ্টেম্বর
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হচ্ছে ২০ সেপ্টেম্বর দুপুর ২টায়।
চলবে ২২ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। সোমবার বরিশাল বিশ্ববিদ্যালয় জনসংযোগ কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীরা অনলাইনে admission.eis.bu.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি barisaluniv.ac.bd এবং barisaluniv.edu.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। আগামী ২৩ নভেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘খ’ ইউনিট, বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘গ’ ইউনিট এবং ২৪ নভেম্বর শনিবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৮ সেপ্টেম্বর
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)