মঠবাড়িয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ রোববার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সুমা আক্তার (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে।
নিহত সুমা আক্তার উপজেলার হোতখালী গ্রামের নান্টু মোল্লার মেয়ে ও বুখইতলা বান্ধবপাড়া গ্রামের মামুন হাওলাদারের স্ত্রী।
এলাকাবাসী সূত্রে জানাগেছে, রোববার সকালে বাবার বাড়িতে বসে ওই গৃহবধূ চট্টগ্রামে অবস্থানরত স্বামীর সাথে মুঠোফোনে কথা বলার পর অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার জানান, ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করা হয়েছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৬ সেপ্টেম্বর
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)