বরগুনায় দেশটাকে পরিষ্কার করি দিবস ২০১৮ পালিত

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৮

বরগুনায় দেশটাকে পরিষ্কার করি দিবস ২০১৮ পালিতমহিউদ্দি অপু, বরগুনা :
বরগুনাতে বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন পরিবর্তন চাই, দেশটাকে পরিষ্কার করি দিবস-২০১৮ (দেপক দিবস) পালিত হয়েছে। এ দিবস টি সারা বাংলাদেশে এক যোগে পালিত হয়।

শনিবার (১৬৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বরগুনা ডিসি অফিস চত্বরে আয়োজিত এ পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো মোখলেছু রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার, চ্যানেল অাই’র বরগুনা প্রতিনিধি ও হাসানুর রহমান ঝন্টু, অ্যাড. শাহ্ মোঃ অলিউল্লাহ অলি।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কলকাতা টিভির জেলা প্রতিনিধি সহিদুল ইসলাম স্বপ্ন। পরিবর্তন টিমের বরগুনা সমন্নয়ক মোঃ জাহিদ হাওলাদার বলেন,আমরা আজ একটি চেইন শুরু করলাম এ ধারা অব্যহত থাকবে।

এছারা পরিবর্তন টিমের সহসমন্নায়ক, মহিউদ্দিন অপু পরিছন্ন কার্যক্রম কে পরিচালনার ১০টি টিমে বিভাজন করে সিডি অফিস হতে সার্কিট হাউজ পর্যন্ত স্বেচ্ছাসেবক দের দিক নির্দেশনা দেন। পরিছন্ন কর্যক্রম সকাল ১১ টা থেকে ১ টা পর্যন্ত চলে পরবর্তীতে সার্টিফিকেট বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৫ সেপ্টেম্বর

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)