বরিশালে ফেনসিডিলসহ মামি-ভাগ্নে আটক
বরিশালে এক হাজার ৪৪৮ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় একটি প্রাইভেটকার ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৪ সেপ্টেম্বর) র্যাব-৮ এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ বরিশালের একটি দল গোপালগঞ্জ সদর থানার ঘোষের চর এলাকার মো. লুৎফর রহমান চৌধুরী ওরফে টুটুলের বাড়িতে অভিযান পরিচালনা করে।
এ সময় এক হাজার ৪৪৮ বোতল ফেনসিডিলসহ গোপালগঞ্জ থানা সদরের ঘোষেরচর এলাকার মো. লুৎফর রহমান চৌধুরী ওরফে টুটুলের স্ত্রী অনিন্দীতা রহমান টুম্পা (৩৫) ও তার ভাগ্নে ঢাকার আশুলিয়া থানার কবিরপুর এলাকার আব্দুল মোতালেব খানের ছেলে কে এম রায়হান রিমনকে (২৪) আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।(সূত্রঃ বাংলানিউজ২৪.কম)
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৫ সেপ্টেম্বর