তালতলীতে হামলায় একজন আহত
বরগুনার তালতলীতে ভুয়া কাগজপত্র তৈরি করে জমি দখলের চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে একটি চক্র। চক্রটির হোতা ফারুকগং জমি দখল করতে না পেরে প্রতিপক্ষের নুরুল আমিন গাজীকে কুপিয়ে চোখ উপড়ে ফেলেছে। তিনি বরিশাল শেবাচিম হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। বর্তমানে তাকে শেবাচিম হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) তালতলী প্রেস ক্লাবে এসে সাংবাদিকদের কাছে লিখিতভাবে এমন অভিযোগ করেন পশ্চিম অংকুজানপাড়ার বাদল গাজী।
জানা যায়, ১৯৭৬-৭৭ সালে বন্দোবস্ত নিয়ে নতুন খতিয়ান খুলে খাজনাদি পরিশোধ করে বাদল গাজী ও শাহজাহান গাজী গংরা আজও জমি দখলে আছে। ওই জমির মধ্যে ফারুকগংরা ২০১৭ সালে ভুয়া কাগজপত্র তৈরি করে ২ একর ৫০ শতাংশ জমির দাবিতে আদালতে বেশ কয়েকটি দেওয়ানি মামলা করে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১২ সেপ্টেম্বর
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)