উন্নয়নে আরেক ধাপ এগিয়ে বেতাগী পৌরসভা
বেতাগী প্রতিনিধিঃ
উন্নয়নের আরেক ধাপ এগিয়ে গেল বেতাগী পৌরসভা।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানী শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের এক সভায় ১৫ প্রকল্পে ১৭ হাজার ৯৮৭ কোটি টাকা অনুমোদনের মধ্যে ৩২ পৌরসভার পানি সরবরাহ ও সানববর্জ্য ব্যবস্থাপনাসহ এরভায়ারমেন্টাল স্যানিটেশন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
সে অনুযায়ী বেতাগী পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে ব্যয় ধরা হয়েছে ১৮ কোটি টাকা।
বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল প্রকল্পের বিষয় সাংবাদিকদের বিস্তারিত ব্রিফ করেন। এ প্রকল্প অনুমোদনের ফলে বেতাগী পৌরবাসীর দীর্ঘ দিনের দাবীর পূরণ হলো।
একনেকের সভায় এ প্রকল্প অনুমোদিত হওয়ায বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির তাঁর প্রতিক্রিয়ায় জানান,‘ প্রকল্পটি বাস্তবায়িত হলে ওই সমস্যার সমাধান হবে। এজন্য তিনি প্রধানমন্ত্রীসহ মন্ত্রী পরিষদের সকল সদস্য ও সংশ্লিস্ট বিভাগের সচিবকে ধন্যবাদ এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৪ মার্চ