আমতলীতে জমি দখল করে চেয়ারম্যানের ভূরিভোজ!
আমতলী উপজেলার হলদিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম মৃধার নেতৃত্বে দক্ষিণ রাওঘা গ্রামের কৃষক আনোয়ার মৃধার জমি জোরপূর্বক চাষাবাদ শেষে ভূরিভোজ করার অভিযোগ পাওয়া গেছে।
রোববার (৯ সেপ্টেম্বর) আমতলী রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ করেছেন কৃষক আনোয়ার মৃধা।
অভিযোগ বলা হয়, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান শহিদুল ইসলাম মৃধার পক্ষ না করায় আনোয়ার মৃধাকে হয়রানি করার জন্য একই গ্রামের নিজাম উদ্দিন মোল্লাকে দিয়ে ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। গত শুক্রবার চেয়ারম্যান শহিদুল ইসলাম মৃধা ও তার লোকজন গিয়ে আনোয়ারের রোপণ করা জমির বীজ তুলে তারা পুনরায় চাষাবাদ করে বীজ রোপণ করে। এ সময় প্রতিবাদ করলে তাকে চেয়ারম্যানের লোকজন মারধর করেছে এবং ধারালো অস্ত্র দিয়ে ধাওয়া করে। পরে চেয়ারম্যান ও তার লোকজন আনোয়ারের বাড়িতে এসে তাকে শাসিয়ে যায়। এ বিষয় নিয়ে মামলা ও বাড়াবাড়ি করলে তাকে মেরে ফেলবে বলে হুমকি দেয়।
আনোয়ার মৃধা আরও জানান, চেয়ারম্যান শহিদুল ইসলাম মৃধা ও তার লোকজন নিজাম মোল্লার বাড়িতে দুপুরে গরু জবেহ করে ভূরিভোজ করেছেন।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, আমি এ বিষয়টি নিয়ে আমতলী থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। চেয়ারম্যান শহিদুল ইসলাম মৃধা থানায় মামলা করতে যাওয়ার খবর পেয়ে আমার বাড়িতে পুনরায় তার লোকজন পাঠিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে আসে। আমরা চেয়ারম্যান ও তার লোকজনের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যাই। ওই দিন থেকে তাদের ভয়ে বাড়িতে যেতে পারছি না।
এ বিষয়ে নিজাম উদ্দিন মোল্লার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম মৃধা ভূরিভোজের কথা স্বীকার করে বলেন, বিবদমান ওই জমি কোনো পক্ষ চাষাবাদ করেনি। আমি উপস্থিত থেকে নিজাম উদ্দিন মোল্লাকে জমি চাষাবাদ করে দিয়েছি।
আমতলী থানার ওসি আলাউদ্দিন মিলন বলেন, এ বিষয়ে আমার কাছে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১০ সেপ্টেম্বর