বরগুনার লাভ বার্ডের খাবার খেয়ে ১২ জন অসুস্থ্য

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ৯ সেপ্টেম্বর ২০১৮

বরগুনার লাভ বার্ডের খাবার খেয়ে ১২ জন অসুস্থ্যবরগুনা প্রতিনিধিঃ
বরগুনার লেক সংলগ্ন গড়ে উঠেছে “লাভ” বার্ড নামের মিনি রেস্তোরাটি।প্রায় হরেক রকমেরই খাবার পাওয়া যায় এটায়। সম্পূর্ণ সংগ্রহটাই ছিল নাকি অানন্দ ফাস্টফুড থেকে। এই খাবার খেয়ে ডায়রিয়ায় অাক্রান্ত হয়ে পড়েন ১২ জন।

রোববার (৯ সেপ্টেম্বর) দুপুরে বরগুনা জেনারেল হাসপাতালে গিয়ে জানা গেলো একই পরিবারের ৫ জন,বরগুনা সরকারি কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রসহ মোট ১২ জন।এই লাভ বার্ডের ফাস্টফুডের পিজ্জা ও বার্গার খেয়ে অসুস্থ হয়ে গত পরশু দিন শুক্রবার থেকে আজ রোববার সকাল পর্যন্ত বরগুনা জেনারেল হাসপাতালের ডায়রিয়া বিভাগে ভর্তি হওয়া রোগীরা এসব অভিযোগ করেন।

লাভ বার্ডের খাবার খেয়ে হাসাপাতালের বেডে শুয়ে থাকা একজন জানায়,অামরা এ খাবার খাওয়ার পরেই গুরুতর অসুস্হ্য হয়ে পড়ি। শেষ পর্যায় হাসপাতালেই ভর্তি হতে হলো।প্রশাসনের কাছে একটা দাবি এর যথাযথ ববস্থ্যা নেয়া হোক।

পরবর্তীতে বরগুনা জেলা প্রশাসনের পক্ষথেকে হাসপাতালে গিয়ে রোগিদের দেখে লাভ বার্ডে যায় ভ্রাম্যমান আদালত। অস্বাস্থ্যকর খাবার পাওয়ায় লাভ বার্ডকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তাঁদের অভিযোগ সদর রোডের আনন্দ ফাস্ট ফুড থেকে সকল খাবার সরবরাহ করে। এ অভিযোগটি আমলে নিয়ে সেখানে গিয়েও অস্বাস্থ্যকর খাবারের প্রমান মেলে। তাই আনন্দ ফাস্টফুডকেও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে উভয়দেরকে সাবধান করেন ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৯ সেপ্টেম্বর

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)