ঝালকাঠিতে যুবদল ও সেচ্ছাসেবক দল নেতাসহ আটক ১৭
ঝালকাঠিতে যুবদল ও সেচ্ছাসেবক দল নেতাসহ ১৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার (৮ সেপ্টেম্বর) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, নাশকতার পায়তারার অভিযোগে ঝালকাঠি জেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল হোসেন তুহিন, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম লিটন, যুবদলনেতা জাহিদ হোসেন, ইয়াসিন আরাফাত মিঠুকে আটক করা হয়।
এ ছাড়াও নলছিটি উপজেলা থেকে বিএনপির পাঁচ নেতাকর্মী, রাজাপুরে পাঁচজন এবং কাঁঠালিয়া থেকে উপজেলা যুবদল সভাপতি কিশোর মাহামুদসহ তিনজনকে আটক করে পুলিশ।
আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানান সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৯ সেপ্টেম্বর
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)