পাথরঘাটায় ৩৫০ উপকারভোগীদের ফলজ ও বনজ চারা বিতরন

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৭:১৩ পিএম, ৯ সেপ্টেম্বর ২০১৮

পাথরঘাটায় ফলজ ও বনজ চারা বিতরনবরগুনার পাথরঘাটা উপজেলার দুই গ্রামের ৩৫০ জন উপকারভোগিদের জলবায়ু সহনশীল ফলজ ও বনজ চারা বিতরণ করা হয়েছে।

রোববার বেলা ১১টায দুপুরে হরিণঘাটা পর্যটন কেন্দ্রের কিল্লায় উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের পদ্মা ও চরলাঠিমারা গ্রামে সিসিডিবি-পিপিআরডিবি প্রকল্পের আওতায় কমিউনিটি ক্লাইমেট রেজিলিয়েন্ট সেন্টারের উদ্যোগে এ চারা বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে পদ্মা ইউপি সদস্য মো. সিদ্দিকুর রহমান,আ. রহিম, মো. আবুল কালামসহ স্থানীয় শতাধিক গ্রামবাসি উপস্থিত ছিলেন।

সিসিডিবি পাথরঘাটা উপজেলা সমন্বয়কারী সুব্রত মিস্ত্রী বলেন, জলবাযু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষার জন্য সাধারন জনগনের মধ্যে সচেতনতা বৃদ্ধিসহ আরও অধিক পরিমানে বৃক্ষরোপনে উৎসাহিত করতেই এ চারা বিতরণ করা হয়।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৯ সেপ্টেম্বর

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)