ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ-সমাবেশে পুলিশের বাধা
ঝালকাঠিতে বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি ও কারাগারে আদালত বসানোর প্রতিবাদে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে বাধা দিয়েছে পুলিশ। এ সময় পুলিশ নেতা-কর্মীদের কাছ থেকে ব্যানার কেড়ে নেয়।
শনিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহরের ফায়ার সার্ভিস সড়কের জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
বিএনপি নেতারা অভিযোগ করেন, কেন্দ্রের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা ঝালকাঠি বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কিছু দূর এগোলে পুলিশ তাতে বাধা দেয়। পরে সমাবেশ করতে চাইলে পুলিশ নেতা-কর্মীদের কাছ থেকে ব্যানার কেড়ে নেয়। এ সময় নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। পুলিশি বাধার মধ্যেই সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাপ্পি, আবদুল আজিজ খলিফা, জেলা যুবদল সভাপতি কামরুল ইসলাম, জেলা শ্রমিকদল সভাপতি টিপু সুলতান।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৮ সেপ্টেম্বর