বরগুনায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত
“স্বাক্ষরতা অর্জণ করি-দক্ষ হয়ে জীবন গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জেলা প্রশাসনের আয়োজনে বরগুনায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালন করা হয়েছে।
শনিবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার সময় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি রেলি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসে আলোচনা সভা হয়।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহবুব আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোঃ আনোয়ারুল নাসের।
এসময় বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবি, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আঃ রশিদ মিয়া, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিচুর রহমান, প্রেসক্লাব সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার, বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আহম্মেদ, এফএম ৯৯.২ এর স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল, জাগোনারীর প্রধান নির্বাহী হোসনেয়ারা হাসি, চিত্ত রঞ্জণ শীল প্রমূখ।
আলোচনা সভার সঞ্চালনা করেন, তারিক বিন আনসারী সুমন।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বরগুনা নার্সিং ইনস্টিটিউট, পিটিআই সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৮ সেপ্টেম্বর