ফের সেতু ধসে পড়েছে পশ্চিমবঙ্গে

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১২:০৪ পিএম, ৮ সেপ্টেম্বর ২০১৮

সেতু ধসে পড়েছে পশ্চিমবঙ্গেভারতের কলকাতার মাঝেরহাট উড়ালসড়ক ধসে পড়ার ঘটনায় ব্যাপক তোলপাড় চলছে। এরই মধ্যে আবারো একটি সেতু ধসে পড়েছে।

শুক্রবার (৭ সেপ্টেম্বর) সকালে পশ্চিমবঙ্গের শিলিগুড়ির ফান্সিদেওয়ায় সেতু ধসের ঘটনায় এক ট্রাক চালক আহত হয়েছেন।

একটি ট্রাক পারাপারের সময় ধসে পড়ে সেতুটি। শিলিগুড়ির পাশ্ববর্তী দার্জিলিংয়ের মানগাছির একটি নালার উপর নির্মিত ছোট্ট এ সেতু দিয়ে পার হতে যাওয়া ট্রাকটি এখনো ভাঙা অংশে ঝুলে আছে।

ওই সেতুর মাধ্যমে শিলিগুড়ির সঙ্গে যোগাযোগ করে মানগঞ্জের বাসিন্দারা।

স্থানীয়রা অভিযোগ করে বলছেন, সেতুটির অবস্থা খুবই নাজুক ছিল। অথচ মেরামতের জন্য বেশ কয়েকবার কর্তৃপক্ষের কাছে আবেদন করেও সাড়া মেলেনি।

আহত চালককে চিকিৎসার জন্য নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিতসা দেয়া হয়েছে বলে জানা গেছে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৮ সেপ্টেম্বর

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)