আগামীকাল সকালে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা
আগামীকাল সকালে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা। (শনিবার) গুয়েতমালার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল নয়টায়।
অন্যদিকে এই ম্যাচের আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায়।
তবে গুয়েতমালার বিপক্ষে লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েইন, অ্যাঙ্গেল ডি মারিয়া, সার্জিও আগুয়েরোর মতো তারকাদের ছাড়াই মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর আগামী ১২ সেপ্টেম্বর আরেকটি প্রীতি ম্যাচ খেলতে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আর্জেন্টিনা। আর ওই একইদিনে বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় এল সালভাদরের মুখোমুখি হবে ব্রাজিল।
গুয়েতমালা ও কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনা স্কোয়াড:
গোলরক্ষক:
ফ্রাঙ্কো আরমানি, গেরোনিমো রুলি, সার্জিও রোমেরা।
ডিফেন্ডার:
গ্যাব্রিয়েল মার্কাদো, ফ্যাব্রিসিও বুস্তোস, অ্যালান ফ্রাঙ্কো, রামিরো ফিউন্স মোরি, ওয়াল্টার কানেম্যান, নিকোলাস তাগলিয়াফিসো, মার্কোস অ্যাকুনা, এদুয়ার্দো স্যালভিও, লিওনেল ডি প্লাসিডো।
মিডফিল্ডার:
সান্টিয়াগো আস্কাসিবার, লিন্দ্রো প্যারেডেস, রদ্রিগো বাত্তাগলিয়া, ম্যাক্সিমিলিয়ানো মেজা, গিওলানি লো সেলসো, গঞ্জালো মার্টিনেজ, ফ্রাঙ্কো কার্ভি, ফ্রাঙ্কো ভ্যাজকুয়েজ, মাতিয়াস ভার্গাস, এক্সিকুয়েল প্যালাসিওস।
ফরোয়ার্ড:
ক্রিশ্চিয়ান প্যাভন, লাওতারো মার্টিনেজ, পাওলো দিবালা, মাউরো ইকার্দি, গিওভান্নি সিমিওনে, অ্যাঙ্গেল কোরেয়া।
যুক্তরাষ্ট্র ও এল সালভাদরের বিপক্ষে ম্যাচের জন্য ব্রাজিল স্কোয়াড:
গোলরক্ষক:
অ্যালিসন বেকার, নেতো, হুগো।
ডিফেন্ডার:
আলেক্স সান্দ্রো, দেদে, ফ্যাবিনহো, ফ্যাগনার, ফেলিপে, ফিলিপে লুইজ, মারকুইনহস, থিয়াগো সিলভা।
মিডফিল্ডার:
আন্দ্রেস পেরেইরা, ফ্রেড, আর্থার, ফিলিপে কুতিনহো, ক্যাসেমিরো, লুকাস পাকুয়েতা, রেনাতো অগাস্তো।
ফরোয়ার্ড:
ডগলাস কস্তা, এভারটন, রবার্তো ফিরমিনো, নেইমার, রিচার্লিসন, উইলিয়ান।
পাথরঘাটা নিউজ/এজেআর/ ০৭ সেপ্টেম্বর