মঠবাড়িয়ায় ক্যান্সারে আক্রান্ত স্কুলছাত্রীকে বাঁচাতে বাবার আকুতি
ফাতিমার বয়স ৯ বছর। ফুটফুটে এ শিশুটি মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করছে। সে মঠবাড়িয়ার ৫৬নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
গত পাঁচ মাস ধরে স্কুলে যেতে পারছে না। চলতি বছরের এপ্রিল মাসে ফাতিমা অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়।
সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিত্সকরা জানান, ফাতিমা দুরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল ক্যান্সার বিভাগের সহকারী অধ্যাপক ডা. মুকিতুল হুদার তত্ত্বাবধানে চিকিত্সা চলছে তার। ইতোমধ্যে তিনটি কেমো দেওয়া হয়েছে।
ফাতিমার বাবা হাবিবুর রহমান বাবুল ফল বিক্রেতা। তিনি সন্তানের চিকিত্সার ব্যয় মেটাতে ইতোমধ্যে তার শেষ সম্বল পাঁচ কাঠা জমি বিক্রি করে এখন সর্বস্বান্ত।
চিকিত্সকরা বলছেন উন্নত চিকিত্সার জন্য ফাতিমার বন মেরুতে অস্ত্রোপচার করতে ৩৫ লাখ টাকার প্রয়োজন।
তার পিতা বাবুল মিয়া সন্তানের চিকিত্সার জন্য সকল হূদয়বান ও দানশীল ব্যক্তির সাহায্য কামনা করেছেন।
মোবাইল: ০১৭৩১৪৪২৮৬২, সাহায্য পাঠানোর ঠিকানা- মেসার্স ফাতিমা স্টোর, চলতি হিসাব নম্বর-১২২-২৪৬৯ উত্তরা ব্যাংক, মঠবাড়িয়া শাখা।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৭ সেপ্টেম্বর