মঠবাড়িয়ায় অপহৃত জেলে উদ্ধার গ্রেফতার ২
মঠবাড়িয়ায় অপহরণের তিনদিন পর থানা পুলিশ বাগেরহাটের সাইনবোর্ড এলাকা থেকে জেলে মাসুদ সর্দারকে (৩০) উদ্ধার করেছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সগীর সর্দার ও রাসেল সর্দার নামের দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
সগীর সর্দার পার্শ্ববর্তী বামনা উপজেলার কালিকাবাড়ি গ্রামের আ. হকের ও রাসেল সর্দার উপজেলার খায়ের ঘটিচোরা গ্রামের খোকন সর্দারের ছেলে।
জানা গেছে, উপজেলার অপরাধপ্রণব এলাকা খায়ের ঘটিচোরা গ্রামের লালু সর্দারের ছেলে মাদক সম্রাট ও একাধিক মাদক, ডাকাতি মামলার আসামি মিজান সর্দার সম্প্রতি পুলিশের বন্দুকযুদ্ধে নিহত হবার পর তার ছোট ভাই ডাকাত নজরুল প্রতিবেশী ও একই গোষ্ঠীর মুনসুর সর্দারের ছেলে মাসুদকে পুলিশকে তথ্য দেয়ার সন্দেহ করে আসছিল। এরই জের ধরে রোববার সন্ধ্যায় রাসেল মোবাইল ফোনে মাসুদকে মিরুখালী বাজারের ব্রিজের কাছে ডেকে হত্যার উদ্দেশ্যে অপহরণ করে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৭ সেপ্টেম্বর