রাঙ্গাবালীতে মুক্তিযোদ্ধার মাছের ঘের দখল চেষ্টার অভিযোগ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১০:১২ এএম, ৭ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১০:১৯ এএম, ৭ সেপ্টেম্বর ২০১৮

ঘের দখলরাঙ্গাবালীতে এক মুক্তিযোদ্ধাকে হুমকি দিয়ে মাছের ঘেরে দখল চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী খোকন ভূঁইয়া ও তার ছেলে স্কুলছাত্র মহব্বত হত্যার অন্যতম আসামি বনি আমিনের বিরুদ্ধে।

অভিযুক্ত খোকন ভূঁইয়ার বাড়ি উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ভূঁইয়াকান্দা গ্রামে।

জানা গেছে, মুক্তিযোদ্ধা গাজী সরোয়ার দীর্ঘ ১৫ বছর ধরে মৌডুবীতে মাছের ঘের তৈরি করে মাছ চাষ করে আসছেন। তার ছেলে বাবু গাজী ওই ঘেরের দেখভাল করতেন। সম্প্রতি ছেলে বাবু গাজী মারা গেলে বাবা গাজী সরোয়ার মানসিকভাবে ভেঙে পড়েন। এ সুযোগে ঘের দখলের জন্য পাঁয়তারা শুরু করে খোকন ভূঁইয়া ও তার লোকরা। জোরপূর্বক ঘেরে অংশীদার হতে গাজী সারওয়ারকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন। দীর্ঘদিন চেষ্টা করে মুক্তিযোদ্ধা সারওয়ারকে রাজি করাতে না পারায় একপর্যায়ে ১৪ আগস্ট কয়েকজন সন্ত্রাসীসহ খোকন ভূঁইয়া গাজী সারওয়ারের ঘেরের মাছ লুট করে নিয়ে যান।

এ ঘটনার পর মুক্তিযোদ্ধা গাজী সারওয়ার তার ঘের থেকে আনুমানিক ২৫ হাজার টাকার মাছ লুট হয়েছে দাবি করে পটুয়াখালী জেলা পুলিশ সুপার বরাবর অভিযোগ করেন।

এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত খোকন ভূঁইয়া মাছ লুটের ঘটনা অস্বীকার করে বলেন, ‘আমি দীর্ঘদিন গাজী সাহেবের ঘেরে সহযোগিতা করে আসছি। আমার সহযোগিতায় তিনি ঘের করতে পেরেছেন। তাই আমি ওই ঘেরে অংশীদার হতে চাই।’

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৭ সেপ্টেম্বর

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)