বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ১৭ জেলে উদ্ধার
বরগুনার পাথরঘাটা থেকে ১৫৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নাসির খানের মালিকানা এফবি আবদুল্লাহ নামের একটি ট্রলার ডুবির ঘটনার ১১ ঘন্টা পর ১৭ জেলেকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ সেপ্টেন্বর) সকাল ৫ টার দিকে বঙ্গোপসাগরে ফেয়ারওয়ে ১নম্বর বয়ার দক্ষিনে হঠাৎ ঝড়ের কবলে পরে ট্রলারের তলা ফেটে ১৭ জেলেসহ ট্রলারটি ডুবে যায়।
পরে ঐ এলাকা থেকে আসার পথে এফবি মাকসুদা ট্রলারের মাঝি কালামসহ জেলেরা ডুবে যাওয়া ট্রলারের জেলেদের বিকেল সাড়ে ৪টর দিকে ভাসতে দেখে উদ্ধার করে।
এফবি আবদুল্লাহ ট্রলারটির মালিক উপজেলার বাদুরতলা গ্রামের নাসির খান ।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী পাথরঘাটা নিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের চেস্টা করছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৬ সেপ্টেম্বর
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)