মহিপুরে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক
ইয়াবা কারবারি হিসেবে মহিপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা মিজানুর রহমান গ্রেফতার হয়েছে।
মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) রাতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার শেখ জামাল সেতুর টোল পয়েন্ট সংলগ্ন এলাকা থেকে তাকে কলাপাড়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর গ্রেফতার করে।
অধিদফতরের পরিদর্শক শাহজালাল ভুইয়া জানান, মিজানুর রহমানকে ২০পিস ইয়াবাসহ আটক করে মহিপুর থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। বর্তমানে মিজানুর রহমান থানা হাজতে রয়েছেন।
মহিপুর পুলিশি থানার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হারুন তালুকদার জানান, মিজানুর রহমানকে দলীয় শৃঙ্খলাভঙ্গসহ মাদকসেবী থাকায় সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৫ সেপ্টেম্বর
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)