কুয়াকাটায় সাংবাদিক নির্যাতনের মামলা পুনঃতদন্তে পিবিআই

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১০:১৫ এএম, ৫ সেপ্টেম্বর ২০১৮

ছবিঃ ইন্টারনেট থেকে নেয়াকুয়াকাটায় সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী ভাংচুর, লুটপাট ও সাংবাদিক নির্যাতনের মামলা পুনঃতদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত।

পটুয়াখালী-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী মহিব্বুর রহমানকে বাদ দিয়ে মামলার চার্জশিট দেয়ায় মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বাদী সাংবাদিক অনন্ত মুখার্জীর নারাজি আবেদন শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ প্রদান করেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা মহিপুর থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান ২৬ এপ্রিল ২০১৮ আদালতে মামলার মূল ধারাসহ প্রধান আসামি মহিব্বুর রহমানকে বাদ দিয়ে পুলিশ রিপোর্ট দাখিল করে। এতে মামলার বাদী ক্ষুব্ধ হয়ে নারাজি দরখাস্ত দাখিল করেন।

উল্লেখ্য, কুয়াকাটায় জমির দখল নিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের পটুয়াখালী-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী মহিব্বুর রহমানের নেতৃত্বে একদল ক্যাডার গত বছর ২৫ সেপ্টেম্বর অনন্ত মুখার্জীর ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর করে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৫ সেপ্টেম্বর

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)