ভারতে উড়ালসেতু ধসে নিহত ৫
ভারতে উড়ালসেতু ধসে পাঁচজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার কলকাতার মাঝের হাটে বিকাল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আচমকাই হুড়মুড়িয়ে ধসে পড়ে দক্ষিণ শহরতলির এই গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত সেতুটি। সে সময় সেতুর ওপর অনেক যানবাহন ছিল। বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ঘটনার পরই এলাকায় আতঙ্ক ছড়ায়।
তবে হাসপাতাল সূত্র পাঁচজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার পর দেখা যায়, বিক্ষিপ্তভাবে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বেশি কিছু রক্তাক্ত দেহ এবং ভাঙাচোরা গাড়ি। ঘটনার কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকাজে নামে দমকল, বিপর্যয় মোকাবেলায় ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী।
দুর্ঘটনার সময় কিছু শ্রমিক ওই ব্রিজে কাজ করছিলেন। ব্রিজের নিচে মেরামত সংস্থার কর্মীদের অস্থায়ী থাকার জায়গা ছিল বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। সেখানেও কেউ চাপা পড়ে রয়েছেন কি না স্পষ্ট নয়।
এতে খিদিরপুর ও বেহালার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
ঘটনার কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। ঘটনাস্থলে যান পুলিশ কমিশনার ও পুলিশের ডিজি।(সূত্রঃ যুগান্তর)
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৪ সেপ্টেম্বর