আত্মহত্যার হুমকি চরফ্যাশনে বিয়ের স্বীকৃতির দাবিতে স্কুলেছাত্রীর তালা
বিয়ের স্বীকৃতির দাবিতে ভোলার চরফ্যাশনের চর আইচা বালিকা বিদ্যালয়ে সোমবার সকালে তালা ঝুলিয়ে চাবি নিয়ে গেছেন সুমাইয়া নামের ওই স্কুলের সাবেক এক ছাত্রী। পরে শিক্ষকরা ওই তালা ভেঙে স্কুলে প্রবেশ করে ক্লাস পরিচালনা করেন।
বিষয়টি সমাধান না হলে স্কুলে আগুন জ্বালিয়ে আত্মহত্যার হুমকি দিয়েছেন সুমাইয়া।
সুমাইয়া দক্ষিণ আইচা থানার চরকচ্ছপিয়া গ্রামের জামালের মেয়ে।
সুমাইয়া জানান, চর আইচা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজের ছোট ভাই নাইম বিশ্বাস তাকে প্রায় এক বছর আগে বিয়ে করেন। বিয়ের পর থেকে তাকে তাদের বাড়িতে নেয়নি। বর্তমানে খোঁজখবর নিচ্ছে না। বিষয়টি তার স্বামী নাইমের বড়ভাই ফিরোজ বিশ্বাসসহ পরিবারের সবার কাছে বললেও তারা কোনো সমাধান দিচ্ছেন না।
চর আইচা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক ফিরোজ বিশ্বাস বলেন, বিয়ের বিষয়টি তার জানা নেই।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৪ সেপ্টেম্বর