বরগুনায় চাঁদাবাজির অভিযোগে ১৫ জনকে জেলহাজতে প্রেরন
বরগুনা জেলা আওয়ামী লীগের সদস্য ও স্পন্দন পাওয়ার অ্যান্ড এনার্জি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান সিহাবের কাছে চাঁদা দাবি করে গাড়ি ভাংচুর করা মামলায় ১৫ জনের জামিন নাকচ করে জেলহাজতে পাঠিয়েছেন বরগুনা দ্রুত বিচার আদালত।
সোমবার (৩ সেপ্টেম্বর) সকালে ওই আদালতে ১৯ আসামির মধ্যে ১৫ জন হাজির হয়ে জামিনের প্রার্থনা করেন। দীর্ঘ শুনানী শেষে বিচারক মো. জাহিদ হোসেন তাদের জামিন নাকচ করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আসামিরা হলো- সাদ্দাম বেপারী, রাসেল তালুকদার, মো.সাদেক রুবেল, মো. ইউসুফ, কাওসার, ইমাম, অলি, মাইনুল, জিয়া, রিয়াজ, শাকিল, বেল্লাল, প্রিন্স হাওলাদার, নাইম ইসলাম ও আলাল। তারা তালতলী ও বরগুনার বাসিন্দা।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৪ সেপ্টেম্বর
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)