অর্থ আত্মসাৎ মামলায় ঝালকাঠিতে এনজিও কর্মকর্তা গ্রেপ্তার
গ্রাহকদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে পাঁচ কোটি টাকা অর্থ আত্মসাৎ করায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আল-মদিনা ইসলামী সঞ্চয় প্রকল্পের’ পরিচালক এস এম শহিদুল ইসলাম আজাদীকে (৫৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২ সেপ্টেম্বর) পিরোজপুর শহর থেকে তাকে গ্রেপ্তার করে ঝালকাঠি থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত শহিদুল পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তাফালবাড়ি গ্রামের হাকিম মুন্সির ছেলে।
পুলিশ জানায়, আল-মদিনা ইসলামী সঞ্চয় প্রকল্প নামে একটি এনজিও করে এস এম শহিদুল ইসলাম আজাদী দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলায় শাখা কার্যালয় করে। এসব কার্যালয়ে গ্রাহকদের কাছ থেকে প্রায় পাঁচ কোটি টাকা আত্মসাৎ করে আত্মগোপনে চলে যায় সে। প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করায় তাঁর বিরুদ্ধে বরিশাল কোতয়ালী থানায় পাঁচটি, ঝালকাঠি সদর থানায় একটি ও নলছিটি থানায় তিনটি মামলা হয়। এর মধ্যে বরিশালের একটি মামলায় তাঁর পাঁচ বছরের সাজা হয়েছে।
এ ব্যাপারে ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, ঝালকাঠি থানায় গত বছরের ৪ নভেম্বর সদর উপজেলার রামানাথপুর গ্রামের আবদুস ছালাম নামে এক ব্যক্তির দায়ের করা মামলায় আজাদীকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে আরো মামলা রয়েছে কিনা খোঁজ নেওয়া হচ্ছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৩ সেপ্টেম্বর