কলাপাড়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে
পটুয়াখালীর কলাপাড়ায় (পটুয়াখালী-কুয়াকাটা) মহাসড়কে যাত্রীবাহী বাস বেপরোয়া চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এ ঘটনায় ১৪জন যাত্রী আহত হন। ঘটনার পরই স্বর্না পরিবহন (ভোলা-জ-১১-১১) বাসের চালক ও হেলপার সবার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়।
সোমবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে কলাপাড়ার রজপাড়া নামক এরাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, নাজমুল হাওলাদার, রফিক, মৃনাল রায়, আবুল বাসার, মনিরুল ইসলাম, জিয়াউল হাসান, জাহিদুল ইসলাম খলিল, নুরুল হক, হাসান, আকলিমা, লুৎফুন্নাহার, রূপা, দিনা ও ওসমান আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও আকলিমাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা জানান, পটুয়াখালী থেকে কলাপাড়ার উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি বেপরোয়া গতিতে বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে সড়কের পাশে পুকুরে পড়ে যায়।
কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আলী আহমেদ জানান, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে চালক ও হেলাপার পালিয়ে গেছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৩ সেপ্টেম্বর