পাথরঘাটায় বিদ্যুৎ সংযোগ উদ্বোধন
শেখ হাসিনার উধ্যোগ, ঘরে ঘরে বিদ্যুত” এ স্লোগানকে সামনে রেখে পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের মানিকখালী গ্রামে সাড়ে ৪ কিলোমিটার বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩ সেপ্টম্বর) বিকেল ৫টার সময় এই বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে উপজেলার মানিকখালী গ্রামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
নাচনাপাড়া ইউনিয়ন পরিষদের ফরিদ খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন।
অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, পল্লীবিদ্যুতের মঠবাড়িয়া শাখার এজিএম মো. খাইরুল ইসলামসহ স্থানীয় ব্যাক্তিবর্গ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিতা ধরে রাখতে প্রতিটি নেতাকর্মীর উচিত দেশ ও জনস্বার্থে এলাকার উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাওয়া। তাই সামনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সকলকে আহবান জানান হয়।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২ সেপ্টেম্বর