গৌরনদীতে বিয়ের প্রলোভনে ধর্ষণ, তরুণ গ্রেফতার
বিয়ের প্রলোভন দেখিয়ে বরিশালের গৌরনদীতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতার নবীন ঘরামী (২০) গৌরনদী পৌরসভার বানিয়াশুরী এলাকার দুলাল ঘরামীর ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এস.আই মোশারফ হোসেন জানান, গত ৬ মাস আগে মোবাইল ফোনের মিসকলের মাধ্যমে নবীন ঘরামীর সঙ্গে গোবর্ধন এলাকার এক তরুণীর (২৩) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। নবীন যুবতীকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৮ আগস্ট বিকালে বরিশাল নগরীতে নিয়ে যায়। ওইদিন রাতে বরিশাল শহরের একটি আবাসিক হোটেল কক্ষে তরুণীকে একাধিকবার ধর্ষণ করে নবীন ঘরামী।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২ সেপ্টেম্বর
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)