বেতাগীতে যৌতুক দিতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১১:২১ এএম, ৩ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১১:২৬ এএম, ৩ সেপ্টেম্বর ২০১৮

যৌতুক দিতে না পেরে গৃহবধূর আত্মহত্যাবেতাগীতে অন্তরা রানী নামে এক গৃহবধূর স্বামীর যৌতুকের দাবি পূরণ করতে না পেরে অবশেষে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।

রোববার (২ সেপ্টেম্বর) সকালে বেতাগী থানার পুলিশ ঘটনাস্থান থেকে অন্তরার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠিয়েছে।

জানা যায়, উপজেলার বিবিচিনি ইউনিয়নে পশ্চিম বিবিচিনি গ্রামের সুমল দত্তের স্ত্রী শনিবার রাতে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। সুমলের ঘরের পাশে নির্মাণাধীন নতুন ভবনের রডের সঙ্গে রাত ২টার দিকে বাড়ির লোকজন ওই গৃহবধূর ঝুলন্ত লাশ দেখতে পান। চার বছর আগে সুমলের সঙ্গে অন্তরার বিয়ে হয় এবং তার আদিত্য দত্ত নামে দেড় বছরের এক শিশু সন্তান রয়েছে।

অন্তরার বাবা অমূল্য ঘোষের দাবি তাকে যৌতুকের জন্য আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে।

স্বামী সুম দত্ত পলাতক রয়েছেন।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২ সেপ্টেম্বর

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)