বামনায় যুবরাজ লঞ্চের ধাক্কায় পা হারাল মাদরাসা শিক্ষার্থী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১১:১৪ এএম, ৩ সেপ্টেম্বর ২০১৮

পা হারানো শিক্ষার্থী তানভীর হাসান নাঈমবামনায় লঞ্চের ধাক্কায় একটি পা হারাল তানভীর হাসান নাঈম (১৩) নামে এক মাদরাসা শিক্ষার্থী। সে ঢাকার খিলগাঁও এলাকার নূরবাগ মাদরাসার হেফজো বিভাগের শিক্ষার্থী।

আহত তানভীর বামনা উপজেলা সদরের মধ্য আমতলী গ্রামে মো. সাদ্দাম হোসেনের ছেলে।

রবিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার রামনা লঞ্চঘাটে এমভি যুবরাজ ২ নামে ঢাকাগামী লঞ্চের ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বরগুনা থেকে ঢাকাগামী এমভি যুবরাজ ২ লঞ্চটি দ্রুতগতিতে উপজেলার রামনা লঞ্চঘাটে ভেড়ার সময় পল্টুন ও লঞ্চের সঙ্গে পা আটকে ঘটনাস্থলেই ওই শিশুটির ডান পাটি কেটে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বামনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক শিশুটির প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

পা হারানো শিশু তানভীরের মা শাহনাজ পারভীন জানায়, ঈদের ছুটি শেষে ছেলেমেয়েদের নিয়ে তিনি একা বামনা লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশে যাওয়ার জন্য লঞ্চে উঠছিল। এমন সময় লোকজন চিৎকার দিয়ে তাকে জানায় লঞ্চের ধাক্কায় তার ছেলের পা কেটে গেছে।

এ ব্যাপারে যুবরাজ ২ লঞ্চের মালিক মো. রাসেল হোসেন বলেন, শিশুটির সুচিকিৎসার জন্য তাকে নিয়ে পরিবারের লোকজন বরিশালে রওনা হয়েছে। আমি শিশুটির সুচিকিৎসার সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করবো।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৩ সেপ্টেম্বর

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)