বামনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১০:১০ পিএম, ২ সেপ্টেম্বর ২০১৮

বামনা জন্মাষ্টমীর শোভাযাত্রাবামনায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আয়োজনে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালন করা হয়েছে।

এ উপলক্ষে আজ রবিবার সকাল ১১টায় বামনা সদর সার্বজনীন রাঁধা-গোবিন্দ ও দূর্গা মন্দির প্রাঙ্গনে জন্মাষ্টমীর শোভাযাত্রা ও আলোচনা সভার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক সুভাষ চন্দ্র হাওলাদার। পরে একটি বর্নাঢ্য শোভাযাত্রা উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয়।

শোভাযাত্রায় অংশ নেন বামনা উপজেলা হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট, শ্রী গুরু সংঘ, বাংলাদেশ সেবাশ্রমসহ উপজেলার চার ইউনিয়ন থেকে আসা হিন্দু সম্প্রদায়ের লোকজন।

ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বামনা উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোশাররফ হোসেন জমাদ্দার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম সাব্বির ফেরদৌস তালুকদার, নাজমুন্নাহার নাজু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অঞ্জন চ্যাটার্জী, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণ কান্ত কর্মকার, শ্রীগুরু সংঘ সভাপতি নির্মল চন্দ্র কর্মকার, সেবাশ্রম সভাপতি পিযুস হাওলাদার প্রমূখ।

পরে ধর্মীয় আলোচনা শেষে আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২ সেপ্টেম্বর

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)