পিরোজপুরে সাংবাদিকের ভাই নিখোঁজ
গত চার দিন ধরে নিখোঁজ আছে পিরোজপুরের ইন্দুরকানীর আব্দুল মালেক হাওলাদারের ছোট ছেলে মোহাম্মদ শাফায়েত উল্লাহ (১৩)।
এ ঘটনায় তার বড় ভাই ইন্দুরকানী প্রেস ক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ কেফায়েত উল্লাহ গতকাল শনিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, গত বুধবার বিকেল ৩টার দিকে নিজ বাড়ি থেকে বের হয় শাফায়েত উল্লাহ। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শাফায়েত উল্লাহ ঢাকার মিরপুরে মঈনুল কোরআন মাদরাসায় পড়ে।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জিডির বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজ মাদরাসাছাত্রকে উদ্ধারে চেষ্টা চলছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২ সেপ্টেম্বর
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)