ঝালকাঠিতে ৯ বসতঘরে আগুন, আহত ৭
অনলাইন ডেস্কঃ
ঝালকাঠি শহরের পৌর খেয়াঘাট এলাকায় আগুন লেগে অন্তত ৯টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নেভাতে গিয়ে ৭জন আহত হয়েছেন। এই অগ্নিকান্ডে প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
শুক্রবার (০২ মার্চ) রাত ৩টায় এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা জানান, পৌর খেয়াঘাট নতুন চর এলাকায় রব মিয়ার বসতঘরে কাঠের রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে অন্তত ৯টি বসতঘরের মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, টিভি, ফ্রিজসহ প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
পরিবারের সদস্যদের পরনের কাপড় ছাড়া কিছুই নেই তাদের। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নীচে মানবেতর জীবন যাপন করছে।
ঝালকাঠির পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৩ মার্চ