লঞ্চের ধাক্কায় নারী নিহত,আহত হয়েছে আরও
ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমুদ্দিন লঞ্চঘাটে ঢাকাগামী এমভি তাসরিফ-৪ লঞ্চের ধাক্কায় বিলকিছ বেগম (৩০) নামের এক নারীর নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ ব্যক্তি। শনিবার (পহেলা সেপ্টম্বর) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চরফ্যাসন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা এমভি তাসরিফ-৪ লঞ্চটি হাকিমুদ্দিন ঘটের কাছাকাছি এলে পেছন থেকে কর্ণফুলী নামের অপর একটি লঞ্চ তাসরিফ-৪ লঞ্চটিকে ধাক্কা দেয়। তখন তাসরিফ লঞ্চটি পল্টুনে অপেক্ষারত যাত্রীদের উপর উঠে গেলে ঘটনাস্থলেই বিলকিছ বেগম মারা যান।
নিহত মহিলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের চকডোস গ্রামের বাসিন্দা।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিম কুমার সিকদার পাথরঘাটানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।’
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)