পটুয়াখালীতে মাদক সেবীকে ধরতে গিয়ে পুলিশ আহত
পটুয়াখালীতে এক মাদকসেবীকে আটক করতে গিয়ে এএসআইসহ দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে।
এ ঘটনায় মাদকসেবীকে আসামি করে পুলিশ বাদী হয়ে সদর থানায় মামলা করেছে এছাড়া আটক সোহেল (৩০) নামে এক যুবককে জেলে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে সদর থানায় কর্মরত পুলিশের এএসআই ওয়াসিমের নেতৃত্বে একটি টিম শহরে টহল দিচ্ছিল। টহল দলটি একতা সড়কের বালুর মাঠ অতিক্রমকালে সন্দেহভাজন সোহেল ওরফে ভণ্ড সোহেল নামে এক যুবকের দেহ তল্লাশি করে গাঁজা উদ্ধার করে। এ সময় সোহেল পালাতে গেলে পুলিশ তাকে ধরার জন্য পেছনে ছুটে। সোহেল এক পর্যায়ে পার্শ্ববর্তী নদীতে লাফ দেয়। পুলিশও নদীতে লাফ দেয়। এ সময় নদীতে থাকা কাঠের গুঁড়ায় আঘাত পেয়ে গুরুতর আহত হয় এএসআই ওয়াসিম ও কনস্টেবল ইব্রাহীম।
পরে আহতরা হাসপাতালে চিকিৎসা নেয়।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২ সেপ্টেম্বর
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)