সিনেমা হলেই জন্ম হয়েছিল যে অভিনেত্রীর
ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী কাশ্মিরা কুলকার্নি। অবাক করা বিষয় হলো- কাশ্মিরাকে গর্ভে নিয়ে সিনেমা দেখতে গিয়েছিলেন তার মা। আর ভাগ্যক্রমে সিনেমা হলেই জন্মগ্রহণ করেছিলেন এই অভিনেত্রী। তারপর কাশ্মিরার মায়ের স্বপ্ন ছিল, মেয়েকে একদিন অভিনেত্রী বানাবেন। যার কারণে ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত হন কাশ্মিরা।
কাশ্মিরার বয়স যখন চার বছর তখন বাবাকে হারান এই অভিনেত্রী। আর ১৩ বছর বয়সে মাকে হারান তিনি। অভিনয়কে ধ্যান-জ্ঞান করে জেলা সদর থেকে মুম্বাইয়ে আসেন কাশ্মিরা। তবে এ জার্নি মোটেও সহজ ছিল না তার। এই অভিনেত্রীকে নিয়ে সাজানো হয়েছে ফটো ফিচার।
ভারতের মহারাষ্ট্রের সংলিতে জন্মগ্রহণ করেন কাশ্মিরা কুলকার্নি। তিনি বেড়েও উঠেছেন এই শহরে।
কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি লাভ করেন কাশ্মিরা।
২০১৪ সালে ‘মেইনু এক লাড়কি চাহিয়ে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে এই অভিনেত্র…
২০১৪ সালের ডিসেম্বরে ‘মধ্যমবর্গ: দ্য মিডল ক্লাশ’ সিনেমার মাধ্যমে মারাঠি ভাষার সিনেমায় পা রাখেন কাশ্মিরা।
২০১৫ সালে মুক্তি পায় কাশ্মিরা অভিনীত মারাঠি ভাষার ‘ক্যারি অন মারাঠা’ সিনেমাটি।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২ সেপ্টেম্বর