হাঁস বেঁধে রাখায় পাথরঘাটায় বৃদ্ধকে পিটিয়ে অজ্ঞান করলেন সাংসদ পুত্র
নিজের ধান ক্ষেতে সাংসদ পুত্রের হাস ডুকলে তা বেঁধে রাখার অপরাধে বৃদ্ধ ষাটোর্ধ আবুল হোসেনকে টর্সলাইট দিয়ে পিটিয়ে অজ্ঞান করে রাস্তায় ফেলে রেখে যান বরগুনা-২ সাবেক সাংসদ গোলাম সরোয়ার হিরুর ছেলে গোলাম মোর্সেদ রানা ও তার স্ত্রী বেবী।
শুক্রবার (১ সেপ্টেম্বর) রাতে কালমেঘা ইউনিয়নের মধ্য কালমেঘা গ্রামের আবুল হোসেনের বাড়ির সামনে এঘটনা ঘটে।
বৃদ্ধ আবুল হোসেন পাথরঘাটা নিউজকে জানান, গত শুক্রবাবর বিকেলে তার আউস ধানের ক্ষেতে সাবেক সাংসদ এর ছেলে রানার হ্াঁস ডুকলে আবুল হোসেন তা ধরে বেধে রাখে এবং রানার হাঁস জানতে পেরে তা ছেরে দেন। সন্ধার পর আবুল হোসেন বাড়ি থেকে বাজারে যাবার পথে রানা ও তার স্ত্রী বেবী এসে টর্সলাইট দিয়ে পিটিয়ে অজ্ঞান করে রাস্তায় ফেলে রেখে চলে যায়। তার কিছুক্ষন পর আবুল হোসেনে ছেলে দেখতে পেয়ে তাকে পাথরঘাটা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। বছর খানের আগেও রানা তাকে দেশীয় বালাদা দা দেখিয়ে হত্যা করার হুমকি দেয় রানা।
অভিযুক্ত রানা গোলাম মোর্সেদ রানা সত্যতা স্বীকার করে পাথরঘাটা নিউজকে বলেন, আমার সাথে আবুল হোসেনের বাকবিতন্ডা হয়েছে। তবে হাসপাতালে যাবার মত কোন ঘটনা ঘটেনি।
এবিষয়ে পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবীর আমেদ পাথরঘাটা নিউজকে বলেন, আমার কাছে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১ সেপ্টেম্বর