কলাপাড়ায় মামলা তুলে নিতে বাদীকে হুমকি
পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষককে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় করা মামলাটি তুলে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বাদী জাহাঙ্গীর আলম।
শুক্রবার (৩১ আগস্ট) সকালে কলাপাড়া প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
প্রসঙ্গত, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে গত ২৫ আগস্ট বরিশাল শের-ই-বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শাহ আলম হাওলাদারকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায় সন্ত্রাসীরা। পরে তাঁর বাঁ পায়ের ৯০ শতাংশই কেটে ফেলতে হয়েছে। এ ঘটনায় তাঁর ভাই জাহাঙ্গীর ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরো ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে মামলা করেন।
গতকাল শুক্রবার সম্মেলনে লিখিত বক্তব্যে জাহাঙ্গীর অভিযোগ করেন, মামলায় চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আছে ১৭ জন। আসামিদের বিরুদ্ধে হিন্দু বাড়িতে হামলা, লুটপাট, ধর্ষণ, চাঁদাবাজিসহ অন্তত এক ডজন মামলা আছে। অথচ তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। সন্ত্রাসী আইয়ুব ও নজরুল প্রতিনিয়ত তাদের হুমকি দিচ্ছে। এতে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে তাঁদের।
কলাপাড়া থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন জানান, শঙ্কার কিছুই নেই। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১ সেপ্টেম্বর