আমতলীতে গাঁজাসহ ব্যবসায়ী আটক
আমতলী থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজা বিক্রেতা মাসুম আকন (২২) কে আটক করেছে।
শুক্রবার (৩১ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় আটক করে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার রায়বালা চৌরাস্তা থেকে তাকে সন্দেহ হলে আটক করে। এ সময় তার দেহ তল্লাসী করে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পুলিশ গ্রেফতারকৃতকে শুক্রবার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করেন। আদালতের বিচারক মোঃ হুমায়ূন কবির তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দিয়েছেন। গাঁজা ব্যবসায়ী মাসুম আকন উপজেলার রায়বালা গ্রামের মোঃ হাবিব আকনের পুত্র।
আমতলী থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন বলেন গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৩১ আগস্ট