অধ্যাপক জাফর ইকবালকে ছুরিকাঘাত, আটক ১
পাথরঘাটা নিউজ অনলাইন ডেস্কঃ
সিলেটে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনা ঘটেছে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নেয়া হচ্ছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
শনিবার (৩ মার্চ) বিকেল পৌনে ছয়টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং- এর এক উৎসবের সভামঞ্চে অধ্যাপক জাফর ইকবাল সোফায় বসেছিলেন। এ সময় হঠাৎ মঞ্চের পেছন থেকে এক যুবক এসে তাকে ছুরিকাঘাত করেন। ছুরিকাঘাত করে পালানোর সময় উপস্থিত ছাত্ররা এক যুবককে ধরে গণপিটুনি দেন। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষেকেরা এসে তাকে উদ্ধার করে শিক্ষাভবন (এ)- এর ভেতরে নিয়ে যান।
অধ্যাপক জাফর ইকবালকে ছুরিকাঘাতের খবরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে ক্যাম্পাসে বিক্ষোভ করেন। তারা শিক্ষাভবনের (এ) ফটক ভেঙে ফেলেন। ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটনের এডিসি আবদুল ওহাব জানান, অধ্যাপক জাফর ইকবালকে ছুরিকাঘাতের ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। হাসপাতালের অর্থোপেডিক, মেডিসিন থেকে শুরু করে সব বিভাগের চিকিৎসকদের উপস্থিতিতে তার অস্ত্রোপচার চলছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৩ মার্চ