পাথরঘাটায় সাপের কামড়ে সাপুরের মৃত্যূ

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ৩০ আগস্ট ২০১৮

ছবিঃ সংগ্রহীতবরগুনার পাথরঘাটা উপজেলায় বিষধর জাতি সাপের কামড়ে মো. রাকিব (২২) নামে এক যুবকের মৃত্যূ হয়েছে।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) দুপুরের দিকে তার মৃত্যূ হয়।

রাকিব উপজেলার কাঠালতলী ইউনিয়নের কালীবাড়ি গ্রামের মো. নবী হোসেনের ছেলে।

পাথরঘাটা থানা এসআই মো. মাসুদ ও মৃতের বোন নাজমা বেগম পাথরঘাটা নিউজকে জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাডির পাশে একটি বাগান থেকে রাকিব সাপটি ধরলে তাৎক্ষনিক ওই সাপটি তাকে কামড় দেয়। আস্তে আস্তে অসুস্থ্য হয়ে পড়লে পাথরঘাটা উপজেলা স¦াস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দিলে তারা চিকিৎকের দারস্ত না হয়ে স্থানীয়ভাবে ওঝার দ্বারা চিকিৎসা করান। পরে দুপুরের দিকে রাকিবের মৃত্যূ হয়।

মৃত রাকিবের মামাতো ভাই সাপুরে মো. দুলাল মিয়া পাথরঘাটা নিউজকে জানান,ওই সাপটি বিষধর জাতি সাপ। রাকিব কয়েকদিন ধরে নিজে নিজে সাপ ধরার প্রশিক্ষণ নেয়।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৩০ আগস্ট

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)