পাথরঘাটায় নিখোঁজ ১১ জেলে পরিবারকে সহায়তা প্রদান
বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হওয়া বরগুনার পাথরঘাটার ১১ জেলে পরিবারকে পাথরঘাটা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ৩ হাজার টাকা ও ১টি করে শাড়ি প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন।
এ সময় উপস্থিত ছিলেন, বরগুনা জেলা ট্রলার মালিক সমিতি ও পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, ট্রলার মালিক শাহিন ফিটারসহ নিখোজ জেলে পরিবারের স্বজনরা।
উল্লেখ্য, গত ২১ জুলাই রাতে গভীর বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে বরগুনা জেলায় ৭টি ট্রলার ডুবে ১৩০ জন জেলে নিখোঁজ হয়। এরমধ্যে ৮১জনকে জীবিত উদ্ধার করা যায় এর মধ্যে ৩জনের মরদেহ উদ্ধার করতে পারলেও ৪৬ জন জেলে এখনও নিখোঁজ রয়েছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৩০ আগস্ট