জোয়ারের পানিতে পটুয়াখালীর গলাচিপার ৬ গ্রাম প্লাবিত
পটুয়াখালীর গলাচিপায় জোয়ারের পানির চাপে ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে অন্তত পাঁচ হাজার একর জমির আমন খেত তলিয়ে গেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জোয়ারের পানির চাপে গলাচিপার অভ্যন্তরীণ সড়ক ভাঙনের কারণে পটুয়াখালী সদর-বাউফল-গলাচিপা সড়ক যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে স্থানীয়রা নিজ উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ করে মোটরসাইকেল পারাপার করছে।
অপরদিকে, সড়ক ভাঙার কারণে প্রাইভেটকার, বাস, মিনি বাস, ট্রাকসহ ভারি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ভাঙন অংশ দিয়ে পানি প্রবেশের ফলে মাঝগ্রাম, উত্তর পানখালী, দক্ষিণ পানখালী, কালারাজা, হরিদেবপুর ও কচুয়া গ্রাম এলাকা প্লাবিত হয়েছে।
১০ বছর আগে উপজেলার গ্রোথ সেন্টার কানেক্টিং প্রকল্পের আওতায় গলাচিপা সদর থেকে খারিজ্জমা গ্রাম পর্যন্ত কার্পেটিং সড়ক নির্মাণ করা হয়। এ সড়কে ঢাকা-পটুয়াখালী সদর-বাউফল ও গলাচিপার যোগাযোগের মাধ্যম। প্রতিদিন উপজেলার কয়েক হাজার মানুষ অভ্যন্তরীণ এ সড়ক ব্যবহার করে।
স্থানীয় মাদরাসা অধ্যক্ষ মো. মিজানুর রহমান জানান, গত তিন-চার দিন ধরে কালারাজা গ্রামের চিকনিকান্দি শাখা খালে জোয়ারের পানির প্রবল চাপে একটু একটু করে ভাঙন শুরু হয়। মঙ্গলবার বিকেলে গলাচিপা সড়কের অন্তত ১০ ফুট এলাকা পানিতে তলিয়ে যায়।
গলাচিপা উপজেলা কৃষি কর্মকর্তা এআরএম সাইফুল্লাহ জানান, এতে ২০০ হেক্টর জমির ফসলের ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থা এক সপ্তাহের বেশি থাকলে কৃষকদের ক্ষতি পুষিয়ে ওঠা কঠিন হয়ে পড়বে।
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহমেদ জানান, জরুরি ভিত্তিতে উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ যৌথ উদ্যোগে ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ করেছে।