তালতলীতে ফেইজ আউট কর্মশালা অনুষ্ঠিত
তালতলীতে উপজেলা পর্যায়ে রিডিং ইনহ্যান্সমেন্ট ফর এডভান্সিং ডেভেলপমেন্ট (রিড) প্রকল্পে ফেইস-আউট কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ আগস্ট) বেলা ১১টায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান এর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুদা আক্তার, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) কাজী মনিরুজ্জামান রিপন, সহকারি শিক্ষা অফিসার রিপন চন্দ্র মন্ডল, নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান দুলাল ফরাজী, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু সিদ্দিক, তালতলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সাংবাদিক গোলাম কিবরিয়া, এনজিও প্রতিনিধি সুভাষ চন্দ্র সরকার, প্রকল্প সমন্বয়কারী শংকর কুমার বিশ্বাস, সিনিয়র টেকনিক্যাল অফিসার হাসিনা পারভীন ও মোঃ আরিফ হোসেন খান, টেকনিক্যাল অফিসার দেব দুলাল হাওলাদার, এসএমসি সভাপতি আবু জাফর তালুকদার ও মোঃ নুরুল ইসলাম প্রমূখ।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৮ আগস্ট