বেতাগীতে বয়স্কভাতা নিতে গিয়ে নিহত-২, আহত-১
বয়স্কভাতা নিয়ে বাড়ি ফেরার পথে বরগুনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের খানের হাটে বাসের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক বাস ও এর চালককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ আগস্ট) বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউয়িনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের বকুলতলী গ্রামের আবদুল আজিজ সিকদার(৭০) ও একই এলাকার মো. হানিফ আকন(৭৫)। এ ঘটনায় আহত বাইক চালক মো. লিটনের অবস্থাও আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেতাগী থেকে বরগুনা যাবার পথে ছত্তার পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আবদুল আজিজ সিকদার নিহত হয়।
পরে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যান মো. হানিফ আকন। আর আহত মোটর সাইকেল চালক লিটনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বলেন, দুর্ঘটনার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাস ও বাসের চালককে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৮ আগস্ট