কলাপাড়ায় স্কুল শিক্ষককে পিটিয়ে জখম
পটুয়াখালীর কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোসলেম উদ্দিন (৫০) নামে এক স্কুল শিক্ষক পিটিয়ে গুরুতর আহত করেছে। তাকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।
মঙ্গলবার (২৮ আগস্ট) উপজেলার লতাচাপলী ইউনিয়নের আজিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মোসলেম উদ্দিন উপজেলার তাহেরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলে জানা গেছে।
আহত শিক্ষক মোসলেম উদ্দিন জানান, প্রতিদিনের মত তিনি বাড়ির পুকুরে গোসল করতে যান। এ সময় তার আপন ভাগ্নে সজিব মৃধার সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তার বোন জামাই আব্দুল মালেক মৃধা ও অপর ভাগ্নে সোহোল এসে হামলা চালায়। এতে তার মাথায় গুরুতর জখম হয়।
তাহেরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসার জানান, আহত আবস্থায় তিনি স্কুলে এসেছিলেন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
মহিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন আভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৮ আগস্ট