জমি নিয়ে বিরোধপাথরঘাটায় ১২ জনকে কুপিয়ে জখম

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ১২:৩৪ পিএম, ২৮ আগস্ট ২০১৮ | আপডেট: ০৬:৪১ পিএম, ২৮ আগস্ট ২০১৮

পাথরঘাটায় ১২ জনকে কুপিয়ে জখমবরগুনার পাথরঘাটায় জমি নিয়ে বিরোধের জের ধরে ১২ জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।

রোববার (২৬ আগস্ট) সকাল ৯টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের চরলাঠিমারা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৫ জনকে পাথরঘাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্বাভাবিক চিকিৎসা দেয়া হয়।

হাসপাতালে ভর্তি আহতরা হলেন, মোঃ ছগির হোসেন (৪২), ফারুক মীর (৫০) রেজয়ান (৪০) বশির (৪০) মুরাদ (৩০)।

আহত স্বজল মীর জানান, শাহ্আলমের সাথে প্রতিপক্ষ আঃ জববার গোলদারের ৫ বছর ধরে মামলা চলে। শাহআলম তার পক্ষে মামলার রায় নিয়ে বিরোধীয় জমিতে বীজ রোপন করতে গেলে জববার, জলিল, বেল্লালসহ ২০/২৫ জনে এসে রামদা, দাও ও লাঠি নিয়ে ব্যাপক মারধর করে। পরে গ্রামবাসিরা এসে মারামারি নিয়ান্ত্রন করে আহতদের নিয়ে হাসপাতালে ভর্তি করান। এব্যাপারে শাহআলম বাদী হয়ে পাথরঘাটা থানায় একটি মামলা করেছে।

পাথরঘাটা থানার উপ-পরিদর্শক সৈয়দ মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, আসামীদেরও ধরার চেষ্টা চলছে। ঘটনার পর থেকে আসামীরা পলাতক রয়েছে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৮ আগস্ট

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)