কুয়েতে চাকরি হারাচ্ছেন ৩ হাজার ১৪০ প্রবাসী
কুয়েতের সিভিল সার্ভিস কমিশনের প্রধান আল জাসার জানান, অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সহযোগিতার মাধ্যমে কুয়েতি নাগরিক নন এমন ৩ হাজার ১৪০ জনের সাথে চাকরির চুক্তি বাতিল করা হয়েছে। এরা কুয়েতের সরকারি সংস্থায় নিয়োজিত বিদেশি।
মন্ত্রণালয়, বিভাগসহ সবগুলো সরকারি সংস্থার বাজেট কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দেশটির কর্মসংস্থান খাতে সংস্কারনীতি বাস্তবায়নের প্রথম বছরে এ ঘোষণা আসলো।
আল জাসার বলেন, কুয়েত সিভিল সার্ভিস কমিশন ২০১৭ সালে যে সরকারি চাকরির পুনর্বাসনের যে নীতি গ্রহণ করেছে সেটার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত সেপ্টেম্বরে দেশটির সিভিল সার্ভিস কমিশন একটি ডিক্রি জারি করে যাতে বলা হয়, আগামী ৫ বছরের বছরের মধ্যে সরকারি চাকরিতে প্রবাসীদের স্থলে কুয়েতিদের নিয়োগ দেওয়া হবে। কুয়েতে বিদেশিরা মোট জনসংখ্যার দুই-তৃতীয়াংশ। ২০১৬ সালের মাঝামাঝিতে বিদেশিদে সংখ্যা ছিল ৭ মিলিয়ন।