কাঁঠালিয়ায় সন্ত্রাসীসহ গ্রেফতার ৩
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় অভিযান চালিয়ে সন্ত্রাসী ও ডাকাত দলের সদস্যসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমআর শওকত আনোয়ার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার (২৬ আগস্ট) আনইল বুনিয়া এলাকায় অভিযান চালিয়ে মো. রাজিব খান নামে ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রা তার বিরুদ্ধে কাঁঠালিয়া ও পিরোজপুর থানায় পৃথক তিনটি মামলা রয়েছে।
জিব কাঁঠালিয়ার আনইল বুনিয়া এলাকায় ফজলুল হক খানের ছেলে।
এরআগে শনিবার (২৫ আগস্ট) উপজেলার পশ্চিম ছিটকা এলাকায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী মনিরুজ্জামান রনি সিকদারকে (৩০) গ্রেফতার করা হয়। রনি ওই এলাকার মো. আমজাদ সিকদারের ছেলে। তার বিরুদ্ধে কাঁঠালিয়া থানায় হত্যাসহ তিনটি মামলা রয়েছে।
একই দিনে চেচরী এলাকা থেকে ডাকাতি মামলার আসামি সবুজ সওদাগরকে (৩৮) গ্রেফতার করা হয়। সবুজ উত্তর চেচরী এলাকার চান্দে আলী সওদাগরের ছেলে। তার বিরুদ্ধেও কাঁঠালিয়া থানায় মামলা রয়েছে।
গ্রেফতার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৭ আগস্ট