শাহরুখ-গৌরির বিয়ের সময় যা ঘটেছিল
ভিন্নধর্মী হওয়া সত্ত্বেও একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলেন শাহরুখ ও গৌরি। পরে কেউ কারো ধর্মও পরিবর্তন করেননি। সেই সময় থেকে শাহরুখের সঙ্গে বিয়ের ব্যাপারে গৌরির পরিবারে ছিল এক ধরনের দ্বন্দ্ব। সম্প্রতি ফরিদা জালালের এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন শাহরুখ খান।
সাক্ষাতকারে গৌরীর বাড়ির সদস্যদের সেই আলোচনা নিয়ে কথা বলতে গিয়ে হেসে ফেলেন শাহরুখ খান; এবং মজা করেই বলেন, এবার থেকে গৌরিকে ‘বোরকা’ পরে বাইরে বের হতে হবে। নামও ফেলতে হবে পাল্টে। এবার থেকে গৌরি খানের নাম আয়েশা হবে বলেও জানান শাহরুখ।
তিনি বলেন, এসব শুনে গৌরির বাড়ির লোক কার্যত অবাক হয়ে যান এবং রাগে ফুসতে শুরু করেন। কিন্তু তার মজা করার ফল যে এমন হতে পারে, তা কল্পনাও করতে পারেননি বলে জানান শাহরুখ।
শাহরুখ বলেন, বিয়ের পর অনুষ্ঠানের সময় তিনি দেখেন, গৌরির বাড়ির প্রত্যেকে হাজির। তারা নিজেদের মধ্যে পাঞ্জাবিতে কথা বলছেন। শুধু তাই নয়, বিয়ের পর শাহরুখ কি গৌরির ধর্ম পরিবর্তন করে দিয়েছেন, নাম পাল্টে দিয়েছেন, এমন সব আলোচনায় যেন তারা বিভোর ছিলেন সেই সময়।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৬ আগস্ট