শীর্ষ অস্ত্র রফতানিকারক হতে চায় অস্ট্রেলিয়া
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্স ইন্সটিটিউটের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র রফতানিকারক দেশ। বিশ্বের মোট বিক্রিকৃত অস্ত্রের এক তৃতীয়াংশই তারা রফতানি করে থাকে। এর পর পরই বড় অস্ত্র রফতানিকারক দেশের তালিকায় রয়েছে- রাশিয়া, চীন, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য।
অস্ট্রেলিয়া প্রতি বছর প্রায় ১৬০ কোটি ডলার মূল্যের প্রতিরক্ষা সরঞ্জামাদি বিক্রি করে থাকে। বর্তমানে দেশটি বিশ্বের ২০-তম অস্ত্র রফতানিকারক দেশ। এখন অস্ট্রেলিয়া অস্ত্র রফতানির দিক দিয়ে সেরা দশের তালিকায় নাম লেখানোর পরিকল্পনা করছে।
সোমবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বলেন, ‘এটি অস্ট্রেলীয়দের কর্মসংস্থানের বিষয়। আমাদের লক্ষ্য হলো সেরা দশে নাম লেখানো।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)